বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর পতনের প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার (৩০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৩৯ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৪২ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুডস লিমিটেডের শেয়াদর কমেছে ৩ দশমিক ৩১ শতাংশ।
ক্ষতির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এবং এমবি ফার্মাসিউটিক্যালস।
ট্রেডার বাংলাদেশ, ৩০ নভেম্বর, ২০২২