এটিবির সুফল সামনের দিনগুলোতে পাওয়া যাবে

0
79
HTML tutorial

শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, এটিবির সুফল সামনের দিনগুলোতে পাওয়া যাবে। এই পদ্ধতি আরও ৩০ বছর আগে চালু হওয়া উচিত ছিলো।

বুধবার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যালয়ে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আমাদের বিনিয়োগকারীরা আগে বদ্ধ পরিসরে ছিলো। একটি ঘরের সকল দরজা – জানালা বন্ধ থাকলে যেমন অস্বস্তিকর ভাবনা আসে ঠিক তেমনি পুজিবাজারের এক্সিট পদ্ধতির অভাবে বিনিয়োগকারিরা দুশ্চিন্তায় থাকে। এক্সিট পদ্ধতি না থাকলে মানুষ বিনিয়োগ করতে চায় না। বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের কাছে এখনো অনেক নতুন প্রজেক্টের প্রস্তাব আসে। এতে আইএমএফ ও এডিবি অবাক হচ্ছে। এটিবির মাধ্যমে পুজিবাজার উন্নতি লাভ করবে।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার শেখ শামছুদ্দিন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী এবং লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালক মাহাবুবুল আলম।

ট্রেডার বাংলাদেশ, ০৪ জানুয়ারি, ২০২২

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here